আজ বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের পূর্বাভাস অনুযায়ী, আজ অন্তত ১১ জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। এ সময় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ সন্ধ্যায় অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ
সন্ধ্যা ৬টা
থেকে
রাত
১টা
পর্যন্ত সময়ে
ঝড়বৃষ্টি হতে
পারে।
আর
যেসব
জেলায়
ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে,
সেগুলো
হলো
রংপুর,
দিনাজপুর, পাবনা,
বগুড়া,
টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা,
যশোর,
ফরিদপুর, চট্টগ্রাম ও
সিলেট।
এসব
এলাকায়
৪৫
থেকে
৬০
কিলোমিটার বেগে
অস্থায়ীভাবে দমকা
বা
ঝোড়ো
হাওয়াসহ বৃষ্টি
বা
বজ্রসহ
বৃষ্টি
হতে
পারে।
আর
এ
ঝড়বৃষ্টির জন্য
এই
১১
জেলার
নদীবন্দরগুলোকে ১
নম্বর
সতর্কসংকেত দেখাতে
বলেছে
আবহাওয়া অফিস।