রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ , দুপুর ০১:০০


রোনালদোর কীর্তি ছুঁলেন এমবাপ্পে

রিপোর্টার :
প্রকাশ : সোমবার , ৩১ মার্চ ২০২৫ , ভোর ০৫:৫৭
প্রিন্ট ভিউ


কিলিয়ান এমবাপ্পে/সংগৃহীত ছবি

লা লিগায় শনিবার রাতে লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের - গোলের জয়ে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। এই দুই গোলের মাধ্যমে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ৩৩টি।

 

আর তাতেই রিয়াল মাদ্রিদে প্রথম মৌসুমেই সর্বোচ্চ গোলের তালিকায় নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে নাম লিখিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।  

২০০৯-১০ মৌসুমে রিয়ালের হয়ে প্রথম বছরেই ৩৩ গোল করেছিলেন রোনালদো, যা করেছিলেন মাত্র ৩৫ ম্যাচে। এমবাপ্পে এই কীর্তি ছুঁলেন ৪৪ ম্যাচ খেলে। তবে সামনে আরও অনেক ম্যাচ বাকি, তাই সিআর সেভেনকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ থাকছে এমবাপ্পের সামনে।  

রিয়ালে প্রথম মৌসুমে ৩৩ গোলের ক্লাবে আছেন আরেক তারকা রুড ফন নিস্টলরয়ও, যিনি ৪৭ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো ৪৪ ম্যাচে করেছিলেন ৩০ গোল। তবে তাদের সবার চেয়ে এগিয়ে আছেন চিলির কিংবদন্তি ইবান সামোরানো, যিনি ৪৫ ম্যাচে করেছিলেন ৩৭ গোল। সামোরানোর রেকর্ড ভাঙার সম্ভাবনাও উজ্জ্বল এমবাপ্পের জন্য।  

রোনালদোর পাশে নাম লেখানোয় উচ্ছ্বসিত এমবাপ্পে বলেন, এটা আমার জন্য বিশেষ মুহূর্ত। রোনালদোর সমান গোল করা দারুণ সম্মানের। তিনি রিয়াল মাদ্রিদের জন্য কী ছিলেন, তা সবাই জানে। আমার জন্যও তিনি একজন বড় অনুপ্রেরণা। আমরা নিয়মিত কথা বলি, তিনি আমাকে অনেক পরামর্শ দেন। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো দলীয় সাফল্যআমাদের শিরোপাও জিততে হবে। ” 

এই জয়ে লিগ টেবিলে বার্সেলোনার সমান পয়েন্ট (৬৩) পেল রিয়াল মাদ্রিদ। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় বার্সাই শীর্ষস্থানে রয়েছে। বার্সা এক ম্যাচ কম খেললেও গোল ব্যবধানেও এগিয়ে আছে রিয়ালের চেয়ে।

 
Design and Development By Meghna Host