শনিবার , ২১ জুন ২০২৫ , ভোর ০৫:০১


রোহিঙ্গা সংকট একটি আসিয়ান সংকট: মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার , ১২ এপ্রিল ২০২৫ , দুপুর ১২:১২
প্রিন্ট ভিউ

গোলটেবিল বৈঠকে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াইসি স্টাডি গ্রুপের চেয়ারম্যান . সৈয়দ হামিদ আলবার

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াইসি স্টাডি গ্রুপের চেয়ারম্যান . সৈয়দ হামিদ আলবার বলেছেন, রোহিঙ্গা সংকটকে আর কেবল মিয়ানমার বাংলাদেশের দ্বিপাক্ষিক সমস্যা হিসেবে দেখা যাবে না। এটি এখন আসিয়ান অঞ্চলের একটি সম্মিলিত মানবিক নিরাপত্তা সংকট।

বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি অভিজাত হোটেলেজাতিসংঘ মহাসচিব গুতেরেসের বাংলাদেশ সফর ২০২৫: রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক অঙ্গীকারশীর্ষক আঞ্চলিক গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি।  এতে সভাপতিত্ব করেন মুসলিম ওয়ার্ল্ড রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট এবং ওআইসি স্টাডি গ্রুপের সেক্রেটারি জেনারেল . ইশারফ হোসেন।

. সৈয়দ হামিদ আলবার বলেন, বর্তমান বৈশ্বিক ব্যবস্থাপনা কাঠামো অকার্যকর প্রমাণিত হয়েছে, ফলে এখন সময় এসেছে বিকল্প কৌশল আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এর কার্যকর সমাধান অনুসন্ধানের। মালয়েশিয়া বর্তমানে আসিয়ানের চেয়ার হওয়ায়, এটি কার্যকর পদক্ষেপ গ্রহণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিশেষ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা এই সংকটের টেকসই সমাধানে সহায়ক হতে পারে।

বিমসটেক সম্মেলনে মিয়ানমার কর্তৃক . লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার প্রতিশ্রুতি উল্লেখ করে তিনি বলেন, শুধু চুক্তি যথেষ্ট নয়

 

 
Design and Development By Meghna Host