লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনি মোহন ইউনিয়নে নবগঠিত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার (২০ জুন) বিকেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আয়োজিত মিছিলে শতাধিক নেতাকর্মীর সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।মিছিলটি মজু চৌধুরীর হাট বাজারের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নৌ-ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আবুল বাশার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব হান্নান হোসেন সুহাস, যুগ্ম আহ্বায়ক রহমত আলী খাঁন, দেলোয়ার হোসেন ভুইয়া, মাহমুদুল্লাহ শিপন, জাকির হোসেন কাজী, সিরাজুল ইসলাম পলাশ, হারুনুর রশিদ, মো. আনিস কবির প্রমুখ।গত ১৭ জুন আবুল বাশারকে আহ্বায়ক ও হান্নান হোসেন সুহাসকে সদস্য সচিব করে ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটির অনুমোদন দেন সদর উপজেলা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হুমায়ুন কবির ও সদস্য সচিব আরাফাত হোসেন সুমন।নতুন কমিটির নেতারা জানিয়েছেন, তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে চান এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।