প্রকাশিত : বৃহঃস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫ , রাত ০৩:৫৬।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ , সন্ধ্যা ০৬:৫৩

‘মুজিব’ সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল মারা গেছেন



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল পরলোক গমন করেছে।ভারতের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে মুম্বাইয়ের ওয়াকহার্ট হাসপাতালে কিংবদন্তি এই নির্মাতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরেফিন শুভ। নিজের ফেসবুকে সাম্ভেনে কালের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ওপারে ভালো থাকবেন স্যার।’ অভিনেত্রী নুসরাত ফারিয়াও নিজের সোশ্যাল হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন নির্মাতাকে নিয়ে। তারা দুজনেই মুজিব সিনেমার অভিনয় শিল্পী। শ্যাম বেনেগালের পরিচালনায় ২০২৩ সালে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল সিনেমাটি। যে সিনেমায় ভারত এবং বাংলাদেশের একাধিক নামিদামি অভিনেতারা অভিনয় করেছিলেন।১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ‘মন্থন’, ‘অংকুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’ সহ বহু ছবি পরিচালনা করেছেন তিনি।৯০ বছর বয়সে পদার্পণ করেও তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন এই নির্মাতা। হাতে ছিল বেশ কয়েকটি কাজ। কিন্তু তার মাঝেই না ফেরার দেশে শ্যাম বেনেগাল।