পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আটদিনের ছুটি শুরু হয়েছে। এতে করে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।তবে এ সময় স্বাভাবিক থাকবে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মিয়া শানু বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষ এবং ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আটদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া ছুটি শেষ হবে আগামী ৪ এপ্রিল। এরপর ৫ এপ্রিল থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। তিনি আরও বলেন, আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতের আগরতলা বন্দরের ব্যবসায়ী সংগঠনকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়িক কার্যক্রম আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। প্রসঙ্গত, আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন হিমায়িত মাছ, সিমেন্ট, ভোজ্যতেল, প্লাস্টিক, তুলা ও খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রপ্তানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।