রিপোর্টার :
ক্ষুদ্র বিশেষজ্ঞ :
আপনি ইংরেজিতে অনেক ভালো পারদর্শী, তারপরও আপনি বেকার? আপনি চাইলে ১ মাসেই কাজ শিখে মাসে সর্বনিম্ন ৫০ হাজার থেকে ১ লাখ টাকা ইনকাম করতে পারেন।১ মাসে কি কাজ শেখা সম্ভব? জি, ১ মাসেই কাজ শেখা সম্ভব। Freelancing সেক্টরে সফলতা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমিউনিকেশন। বাংলাদেশে অনেক ভালো ভালো ফ্রীলান্সার আছে। যারা অনেক ভালো কাজ জানলেও সঠিক ভাবে কমিউনিকেশন না করার কারণে অনেক বড় বড় প্রজেক্ট হাতছাড়া করে ফেলে। ধরুন, আপনি ইংলিশে অনেক ভালো কমিউনিকেশন পারেন। এখন আপনি যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরে খুব ভালো এক্সপার্ট না কিন্তু আপনি মোটামুটি জানেন। আপনার জন্য শুভ কামনা। প্রথমে আপনি একটি টীম গঠন করবেন। তারপর আপনি বাইরের দেশ থেকে কাজ নিয়ে আপনার টিমের মাধ্যমে কাজ গুলো কমপ্লিট করবেন। আপনি কাজ ভালো না জানলেও আপনি সেই টিমের বস। আপনি কি ভেবে দেখেছেন? অনেক ভালো ভালো এক্সপার্ট লেভেল ফ্রীলান্সার আপনার টীম বা কোম্পানিতে কাজ করে। তাহলে আপনি কেন বস হলেন? এটার একটিই কারণ, আপনি সঠিক ভাবে কমিউনিকেশন করে কাজটি বাইরের দেশ থেকে নিয়েছেন। এ থেকে আমরা বুঝতে পারলাম, Freelancing শেখার আগে ভালো ইংলিশ কমিউনিকেশন জানতে হবে। আর যারা ভালো ইংলিশ জানে, তাদের জন্যই মূলত এই কোর্সটি। যা আমরা pdf আকারে প্রকাশ করেছি। ফ্রিল্যান্সিং স্কিল গুলোকে মূলত ৫ ভাগে ভাগ করা হয়। ✅ প্রশাসনিক ও সহায়ক কাজ (Admin & Support)✅ লেখালেখি ও কনটেন্ট ক্রিয়েশন (Writing & Content Creation)✅ ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)✅ গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া (Graphic Design & Multimedia)✅ প্রযুক্তি ও ওয়েবসাইট সম্পর্কিত কাজ (Tech & Web Related Skills)আমরা সাধারণত এই ৫টি ক্যাটেগরির যে কোন একটিতে স্কিল ডেভেলপমেন্ট করি এবং মোটামুটি ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত শেখার পেছনে সময় দি।কিন্তু আপনি কি জানেন? এই ৫টি মেইন ক্যাটেগরির সাবক্যাটেগরি আছে প্রায় ১০০+। আমাদের উচিত প্রথমেই সবকিছু না শিখে এই ১০০টি সাবক্যাটেগরির যে কোন একটি স্কিল ডেভেলপমেন্ট করা এবং সেই স্কিল সেলের মাধ্যমে ইনকাম করা। কেননা আমরা শিক্ষিত বেকার। আমাদের প্রথম আর্থিক ভাবে সাবলম্বী হতে হবে। তারপর আমরা ধাপে ধাপে সবগুলো স্কিল ডেভেলপমেন্ট শিখবো।সবাই কাজ শেখার আগে একটি ভুল করে, কোন রিসার্চ না করেই যে কোন একটি স্কিল ডেভেলপমেন্ট শুরু করে দেয়। তারপর কাজ শেখার পরেও বেকার হয়ে বসে থেকে হতাশায় দিন পার করে।আমাদের এই কোর্সের মেইন বিষয় হলো, ১০০ টি সাবক্যাটেগরির মধ্যে কোন স্কিল গুলো ১ মাসের ভিতরেই শেখা যাবে এবং সহজেই মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা ইনকাম করা যাবে। ১০০ টি সাবক্যাটেগরির মধ্যে ১২-১৫টি ক্যাটাগরি নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলোর যেকোনো একটি ক্যাটেগরি ১ মাস ভালোভাবে দৈনিক ৪-৫ ঘন্টা সময় দিলেই ১ মাসের ভিতরে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আপনি ভালো ইংলিশ কমিউনিকেশন জানার পরেও কেন বেকার হয়ে বসে থাকবেন?তাই আর দেরি না করে এখনই কোর্সটি ডাউনলোড করুন এবং নিজের পায়ে দাঁড়িয়ে যান। Download Now: https://www.ebooks.microhakim.com/step/freelancing-fast-track-course-30-days-challenge/নোট: ফ্রিল্যান্সিং কাজ শেখার আগে আপনাকে অবশ্যই ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করতে হবে। ক্লায়েন্টের সাথে সঠিকভাবে যোগাযোগ না করতে পারলে আপনি যত ভালোই কাজ পারেন না কেন এই সেক্টরে উন্নতি করতে পারবেন না।