শনিবার , ২১ জুন ২০২৫ , ভোর ০৫:২৩


বিস্ফোরক মামলা: ঝালকাঠিতে ছাত্রলীগ নেতা কারাগারে

রিপোর্টার :
প্রকাশ : সোমবার , ৩১ মার্চ ২০২৫ , ভোর ০৫:৩৯
প্রিন্ট ভিউ

ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান অনিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে নেওয়া হয়।

তখন জেলা দায়রা জজ আদালতের বিচারক শেখ রুবেল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনায় বিএনপি নেতা আনিসুর রহমান তাপু বিস্ফোরক আইনে সদর থানায় মামলা করেন। ওই মামলায় তদন্তের ভিত্তিতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অনিমকে গ্রেপ্তার করা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান তথ্য নিশ্চিত করেছেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন

 
Design and Development By Meghna Host