রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ , দুপুর ১২:৫৪


লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারির আকস্মিক পদত্যাগ

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১২ জুন ২০২৫ , বিকাল ০৩:৪৫
প্রিন্ট ভিউ

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী হঠাৎ করেই দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১১ জুন) সকালে তিনি জেলা আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই বিকেল ৩টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহকে নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।

তিনি জানান, "ফারুক হোসাইন নুরনবী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এরপর জেলা আমীরের নির্দেশে এ আর হাফিজ উল্যাহকে নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।"

এ বিষয়ে ফারুক হোসাইন নুরনবী সাংবাদিকদের বলেন, "আমি ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি।" তবে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

 
Design and Development By Meghna Host