লক্ষ্মীপুর সদর উপজেলার লামচরি আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানয় দুস্থ ও গবীর শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসক এই কর্মসূচির আয়োজন করে।
এ ছাড়া একই দিনে চররমণী মোহন জান্নাতুল মাওয়া আশ্রয় কেন্দ্রে এবং একই ইউনিয়নের করাতির হাট আশ্রয় কেন্দ্রে বাসিন্ধাদের মাঝেও কম্বল বিতরণ করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
আজিজিয়া মাদ্রাসায় ২৬ জানুয়ারী (সোমবার) গভীর রাতে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)মো: রফিকুল ইসলাম,আজিজিয়া মাদ্রাসার কলিম উল্যা প্রমুখ। হঠাৎ এ আয়োজনে চমকে যান ওখানকার সব মানুষ। হাসি দেখা যায় সকলের মুখে।