শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ , রাত ১০:৫৯


আবারও লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা হুতির

রিপোর্টার : অনলাইন নিউজ ডেস্ক :
প্রকাশ : শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ , দুপুর ০২:৩৭
প্রিন্ট ভিউ

আবারও লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা হুতির

আন্তর্জাতিক ডেস্ক

আবারও লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে লোহিত সাগরে লাইবেরিয়া-পতাকাবাহী ট্যাংকারকে দুবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে।


ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে, ইয়েমেনি বন্দরের হোদেইদাহ থেকে প্রায় ৭৩ নটিক্যাল মাইল (১৩৫ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অলিম্পিক স্পিরিট নামের ট্যাংকারে আঘাত হেনেছে। সৌদি আরবের জেদ্দা থেকে ওমানের মাস্কাট যাচ্ছিল ট্যাংকারটি।

হামলার চার ঘণ্টা পর আরও দুইটি প্রজেক্টাইল জাহাজের বন্দরের দশমিক ২৭ নটিক্যাল মাইলের মধ্যে বিস্ফোরিত হয়। 

তবে কোনো হামলাতেই বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। 

একটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় ক্ষতি হয়েছে সামান্য। জাহাজটিতে কিছু প্রযুক্তিগত সমস্যা রয়েছে, তবে এটি সমুদ্র চলার উপযোগী এবং ক্রুরা নিরাপদে আছে।