পবিত্রতাই সৌন্দর্য্য
মোঃ সেলিম হোসেন
রমণী তোর সৌন্দর্য্যের মূল
নয়ন কাড়া দীঘল কেশ,
রূপ লাবণ্যের আধার কেশে
প্রকাশ করে নারীর বেশ।
দীঘল কালো লম্বা কেশে
উকুন যদি করে বাস,
চতুর্দিকে কিল বিলিয়ে
করে রূপের সর্বানাশ।
বেহাল করে কেশের দশা
উষ্কখুষ্ক করে দেয়,
যন্ত্রণাতে কাজে কর্মের
মনযোগ সে কেড়ে নেয়।
রূপ লাবণ্য ঠিক রাখা আর
কাজে কর্মে রাখতে মন,
উকুন মুক্ত থাকতে কেশে
করতে হবে ঠিক যতন।
কেশের মতো সুন্দর করে
রাখতে হবে চরিত্র,
তবেই তুমি পরিচয়ে
রবে সদাই পবিত্র।