শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ , রাত ১০:০৩


পুরোনো প্রেম নিয়ে নতুন গুঞ্জনে দিশা!

রিপোর্টার : বিনোদন রিপোর্টঃ
প্রকাশ : বুধবার , ১৪ জুন ২০২৩ , সন্ধ্যা ০৬:১১
প্রিন্ট ভিউ

একসময় বলিউডের আলোচিত প্রেমিক যুগল ছিলেন দিশা পাঠানি ও টাইগার শ্রফ।একে অন্যের পরিবারে যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন সময় একান্তে সময় কাটিয়েছেন তারা।তবে নিজেরা মুখে বিষয়টি নিয়ে কখনও কিছু না বললেও ভক্তদের ভালোবাসা আর কৌতুহলের কমতি ছিল না।

গত বছর হঠাত করেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়,আলাদা হয়ে গেছে এই প্রেমিক যুগল।এমনকি টাইগার এক সাক্ষাত্কারে জানান,তার মনে এখন দিশা নয়,অন্য তারকা আসন পেতেছেন!

তারপর থেকে দিশা-টাইগারকে একসঙ্গে সেভাবে কোথাও দেখা যায়নি,যা তাদের ভক্তদের রীতিমতো হতাশ করে।যদিও সে সময় তারা জানান,আগের মতো নিজেদের বন্ধুত্ব বজায় থাকবে।

তবে এবার নতুন করে গুঞ্জন শুরু হয়েছে নেটদুনিয়ায়। গতকাল দিশার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান টাইগার শ্রফ এবং তার মা আয়েশা।দিশার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে টাইগার বেশকিছু প্রেমময় বার্তাও লিখেছেন।

টাইগার লিখেছেন,‘সামনের সেরা সময়গুলো শুধু তোমার!ভালোবাসা এবং হাসিখুশি থাকো সবসময়।শুভ জন্মদিন।’শুধু তাই নয়,দু’জনই তাদের বেফিকরা মিউজিক ভিডিওটি শেয়ার করেছেন।

অন্যদিকে টাইগার শ্রফের মা আয়েশাও দিশা পাটানির জন্য ইনস্টাগ্রামে লিখেছেন,‘শুভ জন্মদিন দিশু!আমার সবচেয়ে প্রিয় শপিং পার্টনারের সামনের বছর ভালো কাটুক!’পোস্টের প্রতিক্রিয়ায় দিশা মন্তব্য করেছেন,‘আমি তোমাকে ভালোবাসি আমার আন্টি।’তাদের এমন প্রেমময় বার্তায় অনেকেই মন্তব্য করছেন,হয়তো পুরনো সম্পর্কে ফিরছেন এই তারকা জুটি!