শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ , রাত ০৯:২২


কবিতা -শিশুর চরিত্র গঠন কবি -মোঃ সেলিম হোসেন

রিপোর্টার : কবি - মো. সেলিম হোসেন
প্রকাশ : মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ , রাত ১২:০৫
প্রিন্ট ভিউ

কবিতা -শিশুর চরিত্র গঠন 

কবি -মো.  সেলিম হোসেন 


আজকে শিশু কালকে হবে 

দেশ চালানোর শক্তি সে,

যোগ্য করে গড়তে হবে 

সবার ঘরের শিশুকে।


শিশুর মুখে ফুটে হাসি

ফুলের মতো পবিত্র, 

সুন্দর জিনিস দেখাও তাদের

গঠন করতে চরিত্র। 


হিংসা বিদ্বেষ হানাহানি 

দেখলে তারা নয়নে,

সেই ভাবনাটাই বাজবে মনে

সকল সন্ধ্যা শয়নে।


সবাই যদি ভুলতে পারি

হানাহানি ধরাতে,

শিশুর মনের কুমন্ত্রণা 

পারবো তবে সড়াতে। 


শান্তিকামী দেশ গঠনে

শিশুর যোগ্য শিক্ষা চাই, 

শিশুর সঠিক গঠন ছাড়া 

জাতির কভু মুক্তি নাই।