শনিবার , ২১ জুন ২০২৫ , ভোর ০৪:৩০


নজরুল বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী বর্ষবরণ উৎসব

রিপোর্টার : সূর্য শপথ ডেক্স
প্রকাশ : সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ , রাত ০৯:৩২
প্রিন্ট ভিউ

নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে শুরু হয়েছে দুইদিনব্যাপী বর্ষবরণ উৎসব।

১৩ এপ্রিল (রোববার) চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মো. জাহাঙ্গীর আলম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক . জয়নুল আবেদীন সিদ্দিকীর উপস্থিতিতে ঘুড়ি উৎসবের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।

১৪ এপ্রিল (সোমবার) পহেলা বৈশাখে সকালবেলা আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় দিনের আয়োজন। এই শোভাযাত্রা সফলভাবে সম্পন্ন করতে চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা শেষ মুহূর্তেও ব্যস্ত সময় পার করছেন। কেউ বানাচ্ছেন ভাস্কর্য, কেউ কাগজে তৈরি করছেন বাঘের মুখোশ, কেউ সমৃদ্ধির প্রতীক লক্ষ্মীপ্যাঁচা তৈরিতে ব্যস্ত, আবার কেউ রংতুলি দিয়ে আঁকছেন নানান নকশা।

সবমিলিয়ে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে বৈশাখী মেলা, উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকগান, লোকনৃত্য যাত্রাপালা।

 

 
Design and Development By Meghna Host