শনিবার , ২১ জুন ২০২৫ , ভোর ০৪:০৭


এসএসসির প্রথম দিনে অনুপস্থিত কত, জানাল কন্ট্রোল রুম

রিপোর্টার : সূর্য শপথ ডেক্স
প্রকাশ : সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ , রাত ০৯:১৪
প্রিন্ট ভিউ

এসএসসি সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর হিসাবে অনুপস্থিতির হার দশমিক ৫৬ শতাংশ।

 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে তথ্য জানানো হয়।

 

এছাড়া পরীক্ষায় অসুপায় অবলম্বনের দায়ে ২২ পরীক্ষার্থীর বহিষ্কার হওয়ার তথ্যও জানায় কন্ট্রোল রুম।

 

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩৪ হাজার ৬৩০ জন। এর মধ্যে ১৩ লাখ ১৯ হাজার ৮৯২ পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন প্রায় ১৪ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছেন ১০ জন পরীক্ষার্থী।

 

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে লাখ ৬১ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে লাখ ৫২ হাজার ২৮৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন হাজার ৬২৩ জন।   বোর্ডের আওতায় ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

 

 

এছাড়া কারিগরি বোর্ডে লাখ ৩১ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশহগ্রহণ করেছেন লাখ ২৮ হাজার ৬৬৯ জন। হিসাবে অনুপস্থিত ছিলেন হাজার ৫৬৭ জন। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বোর্ডে দুইজনকে বহিষ্কার করা হয়েছে।

 
Design and Development By Meghna Host