শনিবার , ২১ জুন ২০২৫ , ভোর ০৪:৫৫


সড়কের ভোগান্তি ছাড়াই কেন্দ্রে গেল এসএসসির পরীক্ষার্থীরা

রিপোর্টার :
প্রকাশ : সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ , রাত ০৯:১০
প্রিন্ট ভিউ

গণ-অভ্যুত্থানের পর নতুন সরকারের নতুন ব্যবস্থাপনায় প্রথমবার শুরু হলো এসএসসি সমমান পরীক্ষা। সময় বিগত বছরগুলোতে রাজধানীর সড়কে তীব্র যানজটের দেখা মিললেও এবারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।

রাজধানীর বেশিরভাগ সড়কে গাড়ির চাপ কম থাকায় তেমন একটা যানজটের মুখে পড়তে হয়নি পরীক্ষার্থীদের। সিগন্যালগুলোতে ট্রাফিক পুলিশের অবস্থান ছিল চোখে পড়ার মতো। এবার সড়কে স্বস্তি থাকায় ভোগান্তি ছাড়াই সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পেরে খুশি পরিক্ষার্থী অভিভাবকরা।

 

মারজান নামে এক অভিভাবক জানান, যানজট ছাড়াই মেয়েক নিয়ে কেন্দ্রে আসি। এবার একটু ভিন্ন পরিবেশে পরীক্ষা হচ্ছে। নিরাপত্তা অনেক বেশি, গার্ডরাও কড়া।

 

শফিক নামে একজন বলেন, আমার আরেক সন্তানও আগে এসএসসি দিয়েছে, সেবার এত আয়োজন ছিল না। বছর নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রের অবস্থা অত্যন্ত সুশৃঙ্খল। আশা করছি আমার ছেলেও ভালো পরীক্ষা দেবে।

 

 

এদিকে, পরীক্ষায় অংশ নেয়া পরিক্ষার্থীদের সহায়তা দিতে কাজ করে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের কুইক রেসপন্স টিম এবার তেজগাঁও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তিনটি টিমের ১৫ জন সদস্য কাজ করে। সড়কে যেকোন সমস্যায় ছুটে আসছে টিমের সদস্যরা।

 

তবে ডিএমপির পক্ষ থেকে পরীক্ষাকেন্দ্রগুলোর দুইশ গজের মধ্যে পরীক্ষার্থী পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকলেও তা মানতে দেখা যায়নি।

 

বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে। আগামী ১৩ মে শেষ হবে পরীক্ষা। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

 
Design and Development By Meghna Host