শনিবার , ২১ জুন ২০২৫ , রাত ০৩:৫৫


চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল

রিপোর্টার :
প্রকাশ : সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ , রাত ০৯:০৬
প্রিন্ট ভিউ

চাঁদপুরে দ্রুত কেন্দ্রে পৌঁছে দিতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সময় পরীক্ষার্থীদের শিক্ষাসামগ্রী (প্লাস্টিক ফাইল, স্কেল, কলম) বিতরণ করেছে দলটি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের পাশে থেকে এমন ভূমিকা পালন করে জেলা ছাত্রদল চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল।


সময় পরীক্ষার্থীদের হাতে বোতলজাত খাবার পানিও তুলে দেয়া হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।


দিকে, পরীক্ষা শুরু হলে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন জেলা শহরসহ বেশকিছু কেন্দ্র পরিদর্শন করেন। সময় পরীক্ষার কেন্দ্র তার আশপাশের পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান তিনি।


চাঁদপুরে এবার এসএসসি, দাখিল এবং ভোকেশনাল মিলিয়ে মোট ৩৩ হাজার ৯৬৯ পরীক্ষার্থী অংশ নিয়েছে। তারমধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসির ৪৬টি কেন্দ্রে ২৪ হাজার ৭২৬ জন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলের ১৯টি কেন্দ্রে হাজার ৪৫৫ এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনালের ১২টি কেন্দ্রে এক হাজার ৭৮৮ জন শিক্ষার্থী মাধ্যমিকস্তরের এই পরীক্ষায় অংশ নেন।


অন্যদিকে, পরীক্ষা চলাকালীন সময়ে ৩৪ দিন সবধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে; একই সঙ্গে কেন্দ্রের আশপাশের ফটোকপির দোকানও বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়।

 
Design and Development By Meghna Host