শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ , রাত ০৯:৪৯


নরসিংদীতে এক ব্যবসায়ী স্বপ্নপুরে আগুনে ছাই

রিপোর্টার : মাহতপু
প্রকাশ : মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ , সকাল ০৯:৪৪
প্রিন্ট ভিউ

নরসিংদী মাধবদী থানাধীন পাচদোনা ইউপি এলাকায় মিজান চেয়ারম্যান এর ভাড়াটিয়া জনৈক আনোয়ার হোসেন এর জুবায়ের টেক্সটাইলের টিনের তৈরী জুটের ঘরে ৩০/০৯/২০২৪ইং দিবাগত রাত্রী অর্থাৎ ০১/১০/২০২৪ ইং রাত ০১.০০ ঘটিকার সময় আগুন লাগে, চারপাশে খালী জমি থাকায় অন্যকোন স্থাপনার ক্ষয়-ক্ষতি হয়নি, মাধবদী থানা পুলিশ এবং নরসিংদী সদর হতে ফায়ার সার্ভিসের একটি টিম  এসে প্রায় ২৫/৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে, কোন হতাহৃত হয়নি।