ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শিশু কানন স্কুলের ফ্যান চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই দুই চোর ও চোরাই মালামাল ক্রয় বিক্রয়কারী একজন সহ তিনজনকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ ।
১৮ মে সকালে নাসিরনগর শিশু কানন স্কুলের পিয়ন রোকিয়া বেগম (আশুরাইল গ্রামের খেলু মিয়ার মেয়ে) স্কুলে এসে দেখে রাতে কক্ষের তালা ভেঙ্গে চোরোরা ৭ টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে । তিনি স্কুলের প্রধান শিক্ষক ছাদিকা আশ্রাব (৪০) কে মোবাইলে বিষয়টি অবহিত করেন । প্রধান শিক্ষক নাসিনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলমকে বিষয়টি অবহিত করে মামালা দায়ের করবে বলে জানান । গোপন তথ্যের ভিত্তিকে ১৮ মে রাতে নাসিরনগর থানার পুলিশ অভিযান চালিয়ে মোঃ ফরহাদ ওরফে জীবন (২৪) ( পিতা-নাসির মিয়া গ্রাম-শ্রীঘর), মোঃ শিপন মিয়া (২৫) ( পিতা-জামাল খাঁ, গ্রাম-জেঠাগ্রা ) নামে ২ চোরকে গ্রেফতার করে । তাদের ভাষ্যমতে গ্রেফতার করা হয় চুরির মাল ক্রয়কারী মোঃ আজিজুল হক ওরফে নসুল (৪০) ( পিতা- মৃত খুরশেদ আলী, গ্রাম-ফান্দাউক ) নামের আরো ১ ব্যাক্তিকে ।নসিনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হযেছে এবং তাদের দেয়া জবানবন্দী মতে সিলিং ফ্যানের পাখা উদ্ধার করা হয়েছে