শনিবার , ২১ জুন ২০২৫ , ভোর ০৪:৩২


ব্রাহ্মণবাড়িয়া 'র নতুন বিএনপির জেলা কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টার : লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)
প্রকাশ : শনিবার , ১৭ মে ২০২৫ , সকাল ০৭:১৪
প্রিন্ট ভিউ

 ব্রাহ্মণবাড়িয়া জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) বহু ত্যাগী ও বঞ্চিতদের প্লাটফর্মে গড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি , জহিরুল হক খোকনকে সহ-সভাপতি ও জনাব সিরাজুল ইসলাম সিরাজকে সাধারন সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে । বৃহস্পতিবার, ১৫ মে সকল জল্পনা -কল্পনার অবসান ঘটিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।  বিকালে ব্রাহ্মণবাড়িয়া টেংকেরপাড় জামে মসজিদ মাঠে এক বিরাট জনসভায় সভাপতির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ ভাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার,ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশ স্থলে উপস্থিত হন। এ সময় আখাউড়া ও কসবা উপজেলা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি জনাব মুশফিকুর রহমানের পক্ষ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 
Design and Development By Meghna Host