ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমতলী বাজারের অর্ধ সমাপ্ত ড্রেন
এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।
৬৭ লক্ষ টাকা অনুমোদনে ৬০২ মিটার দৈর্ঘ্য ড্রেন এখন ভোগান্তিতে পরিণত হয়েছে। ভেঙ্গেছে শিশু
সহ নারী পুরুষের হাত পা। ২০২৪এর অক্টোবর মাসে আর এস কনস্ট্রাকশন নামক ঠিকাদার এ কাজটি
শুরু করেন। শুরুতেই ধীরগতি কাজে অতিষ্ঠ করে তুলেছে জনসাধারণকে। তাছাড়া নিম্ম মানের
কাজে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও কোন প্রভাব পড়েনি । দলীয় প্রভাবে ওই ঠিকাদার
কোম্পানী কাউকে পড়ুয়া করে নাই। আমতলী বাজারে
অর্ধভাঙ্গা কাজের জন্য প্রতিনিয়তই ভুগতে হচ্ছে যানজটের। লাইনের পর লাইনে অপেক্ষা করে
ছোট বড় যানবাহন। এমন অবহেলিত কাজের জন্য ভর্তুকি দিতে হচ্ছে নিরীহ মানুষের ও ব্যবসায়ীদের।
পথচারীরা ড্রেনে পড়ে গিয়ে ময়লা আবর্জনায় পা গর্তে পড়ে যায়।
সংশ্লিষ্ট ঠিকাদার আমান মিয়া সংবাদকর্মীদের সাথে কথা বলবে
বলে এড়িয়ে যান।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা প্রকৌশলী, মোহাম্মদ আশিকুর রহমান
ভূঁইয়া সূর্য শপথকে কাজের ধীরগতির কথা স্বীকার
করে বলেন, ঠিকাদার মৌখিক কথা কর্ণপাত না করায়, চিঠি দিয়ে তাগাদা দিয়েছি। এমনকি আমার
ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেও বিষয়টা অবগত করেছি।
আগামী সপ্তাহে অফিসে ডাকার ব্যবস্থা করছি।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক জানান, বিষয়টি
আমি জানিনা, তবে খোজ খবর নিয়ে কাজটি দ্রুত করার চেষ্টা করব।