শনিবার , ২১ জুন ২০২৫ , ভোর ০৫:২১


জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম

রিপোর্টার : কাওছার আহমদ
প্রকাশ : শুক্রবার , ৯ মে ২০২৫ , সকাল ০৮:৪৩
প্রিন্ট ভিউ

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান এবং শিশু-কিশোরদের নৈতিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার নিরলস প্রয়াসের স্বীকৃতিস্বরূপ, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মাধবপুর উপজেলায় কর্মরত সহকারী শিক্ষা অফিসার ও কবি মোঃ রফিকুল ইসলাম। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ এ জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদ স্বাক্ষরিত এক পত্রে এই শ্রেষ্ঠত্বের ঘোষণা দেন। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মানবিক মূল্যবোধনির্ভর শিক্ষাদানের দর্শনে বিশ্বাসী রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন একাগ্রতা, নিষ্ঠা ও আত্মোৎসর্গের সাথে। তিনি শিক্ষার্থীদের মধ্যে শ্রেয়বোধ, সৌন্দর্যচেতনা ও বড় স্বপ্নের প্রতি উৎসাহ জাগিয়ে তুলতে নিরলস পরিশ্রম করে চলেছেন। সহকর্মী ও অভিভাবক মহলে তিনি একজন আদর্শবান কর্মকর্তা এবং মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে সুপরিচিত। কিন্তু এসবের বাইরেও তাঁর প্রতিভা আরও একটি ক্ষেত্রে সমভাবে বিচ্ছুরিত। তা হল কবিতা। তাঁর কবি প্রতিভার উজ্জ্বল দীপ্তি এদেশের রুচিশীল পাঠকদের দীর্ঘদিন ধরে কবিতার চিরন্তন রস আস্বাদনে বিভোর করে রেখেছে। তাঁর কবিতা বিষেয়ের গভীরতায় ও অবিশ্বাস্য অন্তর দৃষ্টিতে ঋদ্ধ।রফিকুল ইসলামের এই অর্জনে সংশ্লিষ্ট উপজেলার সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও উপজেলাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর এই সম্মান ভবিষ্যৎ প্রজন্মের মাঝে আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে। উল্লেখ্য, তাঁর নেতৃত্বে সংশ্লিষ্ট উপজেলায় শিক্ষা পরিবেশের উন্নয়ন এবং  সৃজনশীলতা, অভিনব ও ব্যতিক্রমী শিশু শিক্ষার ইনোভেশন, পাঠদান প্রক্রিয়ার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন—তা জাতীয় পর্যায়েও প্রশংসিত হয়েছে। রফিকুল ইসলাম বলেন, -"জাতীয় পর্যায়ে আমার শ্রেষ্ঠত্ব অর্জনের সম্পূর্ণ কৃতিত্ব মাধবপুর উপজেলার সম্মানিত সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এসএমসি কমিটি, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।


 
Design and Development By Meghna Host