রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ , দুপুর ০১:১৪


বোনের সঙ্গে অভিমান করে চিকিৎসকের আত্মহত্যা

রিপোর্টার : সূর্য শপথ ডেক্স
প্রকাশ : বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ , সন্ধ্যা ০৬:১১
প্রিন্ট ভিউ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে নিজের বোনের সঙ্গে অভিমান করে মোঃ রেদওয়ান আরিফ (২৬) নামে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।

রেদোয়ান অনিক পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার আশেকে আলী ফরিদা দম্পতির ছেলে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর নিজ বাড়িতে অনিকের মরদেহ পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে অনিক তার বোন নাবিলার সঙ্গে পারিবারিক কলহের জেরে ঝগড়া করে রাতের কোন এক সময় কীটনাশক পান  করেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাত ৩টায় তিনি মারা যান। রেদোয়ান মা শিশু বিভাগে এমবিবিএস সম্পন্ন করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার উপপরিদর্শক (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম খান জানান, পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
Design and Development By Meghna Host