রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ , দুপুর ০১:৩৩


বিজয়নগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রিপোর্টার : বিজয়নগর প্রতিনিধি :
প্রকাশ : বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ , ভোর ০৫:৩৪
প্রিন্ট ভিউ

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে চান্দুরা ইউনিয়নের কালীসীমা গ্রামের দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি মৃত আব্দুস সামাদ এর ছেলে সারোয়ার রহমানকে (৫৫) গ্রেফতার করেছেন বিজয়নগর থানা পুলিশ।  ২১ এপ্রিল (সোমবার) রাত ১১ টায় বিজয়নগর থানার নবাগত ওসি শহিদুল ইসলামের দিক নির্দেশনায় এএসআই সজীব ও তার সঙ্গীয় ফোর্স পুলিশি কায়দায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।  পুলিশ সূত্রে জানা যায়, জি আর ৩২০/২১, মামলা নং ৩১, গত ১৮ই  মার্চ ২০২১ সালে মামলায় ৩৬ (১) এর ১০ (ক) মাদক দ্রব্য আইনে ২০১৮ ধারায় দোষী সাব্যস্ত করে দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও পাচঁ হাজার টাকা জরিমানা, অনাদায় আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। এ বিষয়ে বিজয়নগর অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম সূর্য শপথকে জানান, গত রাতে সাজাপ্রাপ্ত আসামি ছাড়াও ভিন্ন মামলায় আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এমন অভিযানের অব্যাহত থাকবে।

 
Design and Development By Meghna Host