রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ , দুপুর ০১:২৯


রাজস্থলীতে ৪০ জন কৃষকের মাঝে ভুট্টার বীজ বিতরণ

রিপোর্টার :
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫ , রাত ০৩:৪১
প্রিন্ট ভিউ

রাজস্থলী উপজেলায় ৪০ জন দরিদ্র কৃষকের মাঝে ভুট্টার বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কারিতাস বাংলাদেশ এবং বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বারী ভুট্টা-১৭ বারী মিষ্টি ভুট্টা- জাতের মোট ৪০ কেজি বীজ বিতরণ করা হয়।

সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র, কারিতাস বাংলাদেশের মাঠ কর্মকর্তা (সিপিপি-পিএইচপি-) মো. মামুন সিকদার, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার রতন দেব, প্রকল্পের মাঠ সহায়ক রবিউল ইসলাম, মাএনু মারমা উনুসিং মারমা প্রমুখ।

 

 
Design and Development By Meghna Host