রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ , সন্ধ্যা ০৬:৪০


ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ১৫

রিপোর্টার : সূর্য শপথ প্রতিবেদক
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫ , রাত ০৩:৩৪
প্রিন্ট ভিউ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে মালেক ইউসুফ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে গ্রামের একটি মসজিদের পাশে ১০-১৫ জন কিশোর ফুটবল খেলছিল। খেলার সময় বলটি মসজিদের অজুখানায় গিয়ে পড়ে এবং একটি পানির ট্যাপ ভেঙে যায়। এতে ইউসুফ ক্ষুব্ধ হয়ে মালেকের ভাগিনাকে ফুটবল খেলতে নিষেধ করেন এবং তাকে শারীরিকভাবে আঘাত করেন।

ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় হামলা চলে, এতে অন্তত ১৫ জন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাসিরনগর থানার ওসি মো. খায়রুল আলম জানান, ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 
Design and Development By Meghna Host