শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ , রাত ০৯:৪৬


সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

রিপোর্টার :
প্রকাশ : মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ , রাত ১২:১৪
প্রিন্ট ভিউ

সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ সোমবার এক বার্তায় জানিয়েছে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখানো হয়েছে তা রাতে ডিএমপি থেকে নিশ্চিত করা হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের মধুপুরে মিছিলে হামলার অভিযোগে গত ২৬শে সেপ্টেম্বর সাবেক কৃষি ও খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। এর আগে গত ১৯শে আগস্ট আব্দুর রাজ্জাক ও সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটুসহ ৫৬ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয় টাঙ্গাইল সদর থানায়। 

আব্দুর রাজ্জাক টাঙ্গাইল-১ আসন থেকে দলের মনোনয়নে ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। নবম সংসদ নির্বাচনের পর খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। একাদশ সংসদ নির্বাচনের পর কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।